সারাদেশ
সিরাজগঞ্জে প্রথম দিনে তিনটি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে।
সিরাজগঞ্জে ৩ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
স্বপন মির্জা, সিরাজগঞ্জ
শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ৭:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জে প্রথম দিনে তিনটি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে।
জেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, সিরাজগঞ্জ ১, ২ ও ৩ আসনে মোট ১৯ জন প্রার্থীর মধ্যে ছয় জনের মনোনয়নপত্রে ত্রুটি ধরা পড়ে। প্রতি আসনে দুই জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
জেলা নির্বাচন অফিসের অফিস সহকারী মোহাম্মদ মিজানুর রহমান জানান, সিরাজগঞ্জের মোট ছয়টি আসনে বিভিন্ন দলের মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে প্রথম দিনে তিনটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। বাকি তিনটি আসনে মোট ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম আগামী রোববার সম্পন্ন হবে।
১২২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন