কলাপাড়ায় বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ২:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় পটুয়াখালীর কলাপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার আছর নামাজ শেষে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও লোন্দা বাজারের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ছোরাফ বিশ্বাস, ধানখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ তালুকদার, ইউনিয়ন বিএনপির নেতা মো. শাহিন মৃধা, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান দোলন তালুকদার, সাংগঠনিক সম্পাদক জাফর শিকদার, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শামিম তালুকদার, সাধারণ সম্পাদক জাকির সরদার, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জালাল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন শরীফসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
১০৭ বার পড়া হয়েছে