সিরাজগঞ্জে কুয়াশা কমলেও জেঁকে বসেছে তীব্র শীত
শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ৫:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
উত্তরের জেলা সিরাজগঞ্জে কুয়াশার প্রভাব কিছুটা কমে এলেও হাড় কাঁপানো তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
শীতের প্রকোপে বিশেষ করে নদীতীরবর্তী ও চরাঞ্চলের মানুষের কষ্ট বেড়েই চলেছে।
বাঘাবাড়ি আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নুর আলম জানান, শুক্রবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.০ ডিগ্রি সেলসিয়াস। তবে যমুনা নদীর তীরবর্তী এলাকাগুলোতে শীতের তীব্রতা অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি অনুভূত হচ্ছে।
জেলার কাজিপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালী, এনায়েতপুর ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চল ও নদীতীরবর্তী এলাকায় শীতের প্রভাব চরম আকার ধারণ করেছে। প্রচণ্ড ঠান্ডার কারণে সকালবেলায় রাস্তাঘাটে মানুষের চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
শীত নিবারণের তাগিদে অসহায় শিশুরা খড়কুটো, শুকনো লতা-পাতা জ্বালিয়ে আগুন পোহাচ্ছে। বিশেষ করে বৃদ্ধ ও দরিদ্র মানুষের কষ্ট যেন সীমাহীন হয়ে উঠেছে। শীতজনিত নানা রোগেও আক্রান্ত হচ্ছেন অনেকে।
এদিকে শীতের দুর্ভোগের সঙ্গে যুক্ত হয়েছে গরম কাপড়ের তীব্র সংকট। স্থানীয়দের অভিযোগ, জেলা প্রশাসনের পক্ষ থেকে যে কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে, তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। ফলে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের শীত নিবারণে তা কার্যকর ভূমিকা রাখতে পারছে না।
১০৬ বার পড়া হয়েছে