মাগুরায় অনাড়ম্বর পরিবেশে নতুন পাঠ্যবই বিতরণ
বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ ১২:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
নতুন বছরের প্রথম দিনটি সাধারণত উৎসব আর আনন্দে মুখর থাকে। তবে এ বছর সেই চিত্র ছিল কিছুটা ব্যতিক্রম।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে ঘোষিত তিনদিনের রাষ্ট্রীয় শোকের কারণে সারাদেশের মতো মাগুরা জেলাতেও ছিল না কোনো আনুষ্ঠানিক আয়োজন বা উৎসবের আমেজ। তবুও থেমে থাকেনি শিক্ষার ধারা। নিরব ও শালীন পরিবেশে মাগুরা জেলাজুড়ে অনুষ্ঠিত হয়েছে বছরের প্রথম দিনের ঐতিহ্যবাহী নতুন পাঠ্যবই বিতরণ।
সরকারি নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার জেলার সব প্রাথমিক, মাধ্যমিক ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই। সকাল থেকেই স্কুলগুলোতে জড়ো হয় শিক্ষার্থীরা। কারও চোখে কৌতূহল, কারও মুখে হাসি- নতুন বছরের শুরুতেই নতুন জ্ঞানের স্পর্শ পাওয়ার আনন্দ সবার মাঝেই স্পষ্ট।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মাগুরা জেলায় সরকারি ও বেসরকারি মিলিয়ে ৫০৩টি প্রাথমিক বিদ্যালয়ে লক্ষাধিক শিক্ষার্থীর মধ্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। এছাড়া মাধ্যমিক পর্যায়ে জেলার ১৭৫টি বিদ্যালয়, ৭৪টি মাদরাসা ও ১০টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের দুই লক্ষাধিক শিক্ষার্থীর মাঝেও নতুন বই পৌঁছে দেওয়া হচ্ছে। ভর্তি কার্যক্রম চলমান থাকায় শিক্ষার্থীর চূড়ান্ত সংখ্যা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
মাগুরা সদর উপজেলার নরিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় হৃদয়ছোঁয়া এক দৃশ্য। স্কুল মাঠে মাটিতে বসে দলবদ্ধভাবে নতুন বই উল্টে দেখছে শিশুরা। কেউ বইয়ের পাতায় ছবি খুঁজছে, কেউ আবার নিজের নাম লিখছে যত্ন করে। শিক্ষার্থী মারিয়া বেগম, সুমাইয়া শিমু ও কংকন বিশ্বাস জানায়, বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে তারা ভীষণ খুশি। তাদের ভাষায়, 'নতুন বই পেলে পড়তে খুব ভালো লাগে। আজ বাসায় নিয়ে গিয়ে সব বই দেখব।'
রাষ্ট্রীয় শোকের আবহ থাকলেও শিশুদের হাতে নতুন বই পৌঁছানোর এই নীরব আনন্দ যেন মাগুরার আকাশে আশার আলো ছড়িয়ে দিয়েছে। কোনো মঞ্চ বা মাইকিং না থাকলেও শিক্ষার্থীদের হাসি আর বইয়ের পাতার শব্দই বলে দেয়- শিক্ষার পথ কখনো থেমে থাকে না। নতুন বছরের প্রথম দিনে বই হাতে পাওয়ার এই অনুভূতিই ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার শক্তি জোগায়।
১৩১ বার পড়া হয়েছে