খালেদা জিয়ার মৃত্যুতে জয়পুরহাটে শোকের ছায়া, দোয়া মাহফিল
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশের মতো জয়পুরহাটেও নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর মৃত্যুর খবরে জেলার বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মাঝে শোকের আবহ সৃষ্টি হয়।
খবরটি ছড়িয়ে পড়ার পর জয়পুরহাট জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। প্রিয় নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে কোরআন খতম, দোয়া মাহফিল, কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ। এসব কর্মসূচির মাধ্যমে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম ও গোলাম মোস্তফা, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনের বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম. এ. ওহাবসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
১০৬ বার পড়া হয়েছে