সারাদেশ
দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা শেষে রাজ নরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তোফিকুল ইসলামকে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় সংবর্ধনা জানানো হয়েছে।
৩৭ বছরের সেবার পর বিদায় নিলেন রাজ নরোত্তমপুর বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১১:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা শেষে রাজ নরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তোফিকুল ইসলামকে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় সংবর্ধনা জানানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিদ্যালয় চত্বরে সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরা রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র শিক্ষক শিরিন আকতার পারভিন। এছাড়াও বক্তব্য রাখেন শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমিনুল হক সোনা, বিদ্যালয়ের সাবেক সভাপতি আবদুল ওহাব এবং বিদায়ী প্রধান শিক্ষক তোফিকুল ইসলাম নিজেও।
উক্ত অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষকের হাতে সম্মাননা ক্রেস্ট এবং উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা ও সহকর্মীরা তাকে শুভকামনা জানিয়ে বিদায় নেন, যা অনুষ্ঠানকে আরও আবেগঘন করে তোলে।
১২৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন