স্বতন্ত্র প্রার্থীর নামে মনোনয়ন জমা: আওয়ামী লীগ কর্মী আটক
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ৩:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার কলারোয়ায় স্বতন্ত্র প্রার্থীর নামে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশের হাতে আটক হয়েছেন এক আওয়ামী লীগ কর্মী।
সোমবার বিকেলে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীর নামে একটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে অন্যান্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এমনকি হেভিওয়েট প্রার্থীরাও বিষয়টি নিয়ে ভ্রু-কুচকে প্রতিক্রিয়া জানান।
খোঁজ নিয়ে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ঘোষিত আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা কমিটির কৃষিবিষয়ক সম্পাদক এবং সৈনিকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মুজিব ওরফে এস এম মুজিবুর রহমানের নামে মনোনয়নপত্র উত্তোলন করে জমা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এস এম মুজিবুর রহমানের পক্ষে মাগফুর রহমান নামের এক আওয়ামী লীগ কর্মী স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র জমা দেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ কলারোয়া উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা এস এম মুজিবুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার অভিযোগে ঝিকরা গ্রামের মাগফুর রহমান নামের এক আওয়ামী লীগ কর্মীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
১০৮ বার পড়া হয়েছে