বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ২:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, সাবেক বিরোধীদলীয় নেত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ফজরের নামাজের পরপরই তিনি পরলোকগমন করেন। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে ফুসফুসে সংক্রমণ, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি এবং হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।
পারিবারিক ও দলীয় সূত্র জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার শারীরিক অবস্থা বারবার অবনতি ও সামান্য উন্নতির মধ্য দিয়ে ওঠানামা করছিল। চিকিৎসক দল একাধিকবার তাকে ‘ক্রিটিক্যাল কিন্তু স্টেবল’ আখ্যা দিলেও শেষ পর্যন্ত শারীরিক বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের জটিলতা একসাথে প্রকট আকার ধারণ করে।
ফুসফুসের সংক্রমণের কারণে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে উচ্চ মাত্রার অক্সিজেন সাপোর্টে রাখা হয়, পাশাপাশি লিভার সিরোসিস ও কিডনি জটিলতার জন্য একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক তার তত্ত্বাবধানে যুক্ত ছিলেন।
স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর রাজনীতিতে সক্রিয় হয়ে বেগম খালেদা জিয়া ধীরে ধীরে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে আসেন এবং পরবর্তীতে বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনবার প্রধানমন্ত্রী ও দীর্ঘ সময় বিরোধীদলীয় নেত্রীর দায়িত্ব পালন করে তিনি দেশের রাজনীতিতে এক প্রভাবশালী ও বিতর্কিত অধ্যায়ের প্রতীক হয়ে ওঠেন।
সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন, শিক্ষা প্রসার, নারী ক্ষমতায়ন ও অর্থনৈতিক সংস্কারসহ একাধিক নীতি ও সিদ্ধান্তের মাধ্যমে তিনি দেশের আর্থ-সামাজিক কাঠামোতে স্থায়ী প্রভাব রেখে গেছেন।
১২১ বার পড়া হয়েছে