সাতক্ষীরার চার সংসদীয় আসনে ২৯ প্রার্থীর মনোনয়ন দাখিল
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ মোট ২৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীরা জেলা রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, চারটি আসনের মধ্যে জাতীয় পার্টির পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। পাশাপাশি বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এলডিপি, জাসদ, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
সাতক্ষীরা-১ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির হাবিবুল ইসলাম হাবিব, জামায়াতে ইসলামীর মো. ইজ্জতুল্লাহ, জাতীয় পার্টির জিয়াউর রহমান এবং ইসলামী আন্দোলনের শেখ মো. রেজাউল করিম। এছাড়া বাংলাদেশ কংগ্রেসের মো. ইয়ারুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী এস এম মুজিবর রহমানও মনোনয়ন দাখিল করেন।
সাতক্ষীরা-২ আসনে জামায়াতের মুহাম্মদ আব্দুল খালেক, বিএনপির মো. আব্দুর রউফ, জাতীয় পার্টির মো. আশরাফুজ্জামান ও মাতলুব হোসেন মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও এলডিপির শফিকুল ইসলাম শাহেদ, ইসলামী আন্দোলনের মুফতি রবিউল ইসলাম, বাংলাদেশ জাসদের মো. ইদ্রিস আলী এবং এবি পার্টির জিএম সাল্উদ্দীন প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন।
সাতক্ষীরা-৩ আসনে জামায়াতের হাফেজ মুহা. রবিউল ইসলাম, বিএনপির কাজী আলাউদ্দীন ও জাতীয় পার্টির মো. আলিপ হোসেন মনোনয়ন জমা দিয়েছেন। এ আসনে মাইনরিটি জনতা পার্টির রুবেল হোসেন, ইসলামী আন্দোলনের ওয়েজ কুরনী এবং স্বতন্ত্র প্রার্থী এম এ আসফউদ্দৌলা খান, আসলাম আল মেহেদী ও বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহিদুল আলমও মনোনয়ন দাখিল করেন।
অন্যদিকে সাতক্ষীরা-৪ আসনে জামায়াতে ইসলামীর গাজী নজরুল ইসলাম, বিএনপির মো. মনিরুজ্জামান, জাতীয় পার্টির হুসেইন মো. ইয়াজ, গণঅধিকার পরিষদের (জিওপি) এইচ এম গোলাম রেজা এবং ইসলামী আন্দোলনের মোস্তফা আল মামুন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে আব্দুল ওয়াহেদও মনোনয়ন দাখিল করেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়ন যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
১০৭ বার পড়া হয়েছে