চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে ১৬ জনের মনোনায়নপত্র জমা
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ৩:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনেই অধিকাংশ প্রার্থী তাদের কাগজপত্র জমা দেন বলে জানিয়েছে নির্বাচন কার্যালয়।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ জানান, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ উপজেলা) আসনে ৬ জন, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা) আসনে ৫ জন এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর উপজেলা) আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীরা হলেন— বিএনপির শাহাজাহান মিঞা, জামায়াতে ইসলামীর কেরামত আলী, জাতীয় পার্টির আফজাল হোসেন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন— বিএনপির আমিনুল ইসলাম, জামায়াতে ইসলামীর মিজানুর রহমান, জাতীয় পার্টির খুরশিদ আলম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাদেকুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ইব্রাহিম খলিল।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন— বিএনপির হারুনুর রশীদ, জামায়াতে ইসলামীর নূরুল ইসলাম বুলবুল, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর ফজলুর ইসলাম খান, গণঅধিকার পরিষদের শফিকুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম।
জেলা নির্বাচন কর্মকর্তা আজাদুল হেলাল জানান, জেলার তিনটি আসনে মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও নির্ধারিত সময়ের মধ্যে ১৬ জন তা জমা দিয়েছেন। পরবর্তী ধাপে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
১১৭ বার পড়া হয়েছে