সর্বশেষ

জাতীয়আজ শেষ হল নির্বাচনে মনোনয়নপত্র জমা
বিএনপির রদবদল: খালেদা জিয়ার তিন আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত
কনকনে শীত আরও তিন–চার দিন, দুর্ভোগ কাটছে না
সারাদেশবগুড়ার দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা
ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মির্জা ফখরুল
কুমারখালীতে দ্রুতগতির ড্রাম ট্রাকের চাপায় কলেজ শিক্ষার্থীর পা বিচ্ছিন্ন
সিরাজগঞ্জ শহরে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, ৩ জন আটক
শিবগঞ্জে ককটেল তৈরি ও বিস্ফোরণের আলামত উদ্ধার
পাবনার বেড়ায় অজ্ঞাতদের হামলায় বৃদ্ধার মৃত্যু
আন্তর্জাতিকসেনাসমর্থিত ইউএসডিপির একতরফা জয়ের আভাস, ভোটে বাধ্য করার অভিযোগ
তাইওয়ানে চীনের লাইভ-ফায়ার সামরিক মহড়া, উত্তেজনা চরমে
২০২৫ সালে ইরানে মৃত্যুদণ্ড কার্যকর দ্বিগুণেরও বেশি, মানবাধিকার সংগঠনের উদ্বেগ
মেক্সিকোর ওয়াহাকায় ট্রেন দুর্ঘটনা: নিহত ১৩, আহত প্রায় শতাধিক
খেলাঅনুশীলনের সময় অসুস্থ হয়ে হাসপাতালে ঢাকার সহকারী কোচ
সারাদেশ

কুমারখালীতে দ্রুতগতির ড্রাম ট্রাকের চাপায় কলেজ শিক্ষার্থীর পা বিচ্ছিন্ন

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া প্রতিনিধি

সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ১:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
আঁকাবাঁকা মোড়ে ওভারটেক করতে গিয়ে চাকা স্লিপ করে সড়কের ওপর পড়ে যায় মোটরসাইকেলসহ চালক। মুহূর্তেই বালু বোঝাই ড্রাম ট্রাকের সামনের চাকা ওঠে মোটরসাইকেল ও চালকের দুই পায়ের ওপর দিয়ে। এতে মোটরসাইকেল চালকের বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন এবং অপর পা টিও থেঁতলে গেছে।

কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিন নগর-শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ী আঞ্চলিক মহাসড়কের আলাউদ্দিন আহমেদ শিক্ষা পল্লী পার্কের দ্বিতীয় গেটে সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

আহত ব্যক্তির নাম মমিনুর রহমান (২২)। তিনি কুমারখালীর কয়া ইউনিয়নের কালোয়া গ্রামের আসাদুল মুন্সীর ছেলে ও কুমারখালী সরকারি কলেজের স্নাতক সম্মান (অনার্স) প্রথম বর্ষের ছাত্র।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, কুমারখালীর আলাউদ্দিন নগর-শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ী আঞ্চলিক মহাসড়কের আলাউদ্দিন আহমেদ শিক্ষা পল্লী পার্কের দ্বিতীয় গেটের অদূরে আঁকাবাঁকা ঝুঁকিপূর্ণ মোড় রয়েছে। বিকেল ৩টা ৩ মিনিটের দিকে একটি মোটরসাইকেল শিলাইদহের দিকে এবং বালু বোঝাই ড্রাম ট্রাক আলাউদ্দিন নগরের দিকে যাচ্ছিল। এ সময় মমিনুর একটি হিরো হোন্ডা মোটরসাইকেল চালিয়ে ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে স্লিপ করে সড়কের ওপর পড়ে যায়। মুহূর্তেই ট্রাকটি তাকে চাপা দিলে দুর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান।

সরেজমিনে দেখা যায়, ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। সড়কের ওপর রক্ত ও একটি পা পড়ে আছে। ঘাতক ট্রাকটিও রাখা রয়েছে সড়কের পাশে। পুলিশ ট্রাক, মোটরসাইকেল ও বিচ্ছিন্ন হয়ে পড়া পা জব্দ করছে।

এই সময় স্থানীয় বাসিন্দা সেন্টু শেখ বলেন, ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটি পড়ে যায়। আর বালু ভর্তি ড্রাম ট্রাকটি মোটরসাইকেল ও মমিনকে চাপা দিলে দুর্ঘটনাটি ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগ করেন, সড়ক জুড়ে আঁকাবাঁকা মোড় রয়েছে। বালু বোঝাই ট্রাকগুলো অতিরিক্ত গতিতে চলাচল করে। এতে প্রায়ই মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে। তারা ড্রাম ট্রাক চলাচল বন্ধের দাবি জানান।

আহত মমিনুরের চাচা সাইদুল ইসলাম ফোনে বলেন, বাজারে যাচ্ছিল মমিন। পথিমধ্যে ট্রাকের চাপায় এক পা কেটে পড়েছে সড়কে। আরেক পায়ের অপারেশন চলছে।

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম বলেন, অবস্থা খুবই সংকটাপন্ন। প্রাথমিকভাবে রক্ত বন্ধের জন্য অস্ত্রপ্রচার চলছে। এখনই কিছু বলা যাচ্ছেনা। রেফার্ড করতেও হতে পারে।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, ড্রাম ট্রাকের চাপায় একজনের শরীর থেকে এক পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। ট্রাক, মোটরসাইকেল ও বিচ্ছিন্ন হয়ে পড়া পা জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন