মেক্সিকোর ওয়াহাকায় ট্রেন দুর্ঘটনা: নিহত ১৩, আহত প্রায় শতাধিক
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ৭:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৩ জন নিহত এবং আরও ৯৮ জন আহত হয়েছেন।
রোববার ওয়াহাকা রাজ্যের আসুনসিওন ইক্সতালতেপেক শহরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
দেশটির নৌবাহিনীর তথ্য অনুযায়ী, ট্রেনটিতে মোট ২৫০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৯ জন ছিলেন ট্রেনের ক্রু এবং বাকি ২৪১ জন যাত্রী। দুর্ঘটনার সময় ট্রেনটি মেক্সিকো উপসাগরীয় বন্দর শহর ভেরাক্রুজ থেকে প্রশান্ত মহাসাগরীয় বন্দর সালিনা ক্রুজের দিকে যাচ্ছিল, যা দেশের আন্তঃমহাসাগরীয় রেলপথের অংশ।
নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, আহতদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পরপরই নৌবাহিনীর কয়েকশ সদস্য এবং উদ্ধারকারী যান ঘটনাস্থলে পাঠানো হয়। আহতদের উদ্ধার ও চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত অভিযান চালানো হয়।
এদিকে, মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল এর্নেস্তিনা গোদয় জানিয়েছেন, ট্রেনটি কী কারণে লাইনচ্যুত হয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হবে।
উল্লেখ্য, ২০২৩ সালে চালু হওয়া এই ইন্টারওশেনিক ট্রেন লাইনটি মেক্সিকোর দুই প্রান্তকে সংযুক্ত করে। পানামা খালের বিকল্প পরিবহন ব্যবস্থা গড়ে তোলা এবং দেশের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য নিয়ে সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। বর্তমানে এর ব্যবস্থাপনায় রয়েছে মেক্সিকোর নৌবাহিনী।
১১৭ বার পড়া হয়েছে