সারাদেশ
টাঙ্গাইলে শীতের প্রকোপ বেড়েছে। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত অসহায় ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী সরকারি বিদ্যালয় মাঠে পাঁচ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
টাঙ্গাইলে তীব্র শীত, পাঁচ শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ
টাঙ্গাইল প্রতিনিধি
শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ ১:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইলে শীতের প্রকোপ বেড়েছে। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত অসহায় ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী সরকারি বিদ্যালয় মাঠে পাঁচ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়ার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কম্বল বিতরণকালে জেলা প্রশাসক শরীফা হক বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে জেলার সব উপজেলায় মোট ২০ হাজার কম্বল বিতরণ করা হবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অসহায় ও দুস্থদের মাঝে এসব কম্বল পৌঁছে দেওয়া হবে।
জেলা প্রশাসন সূত্র জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৫ হাজার এবং প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৫ হাজার কম্বল বরাদ্দ পাওয়া গেছে।।
১০৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন