সিরাজগঞ্জে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন
শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ ৬:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জে ঘন কুয়াশা ও প্রচণ্ড শীতের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন।
টানা শৈত্যপ্রবাহের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু ও বয়স্করা। শীতের তীব্রতায় প্রয়োজনীয় গরম পোশাক ছাড়া বাইরে বের হচ্ছেন না সাধারণ মানুষ।
কয়েক দিন ধরে সূর্যের দেখা মিলছে না বললেই চলে। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে শীতের তীব্রতা আরও বেড়েছে। ফলে ভোর থেকে সকাল পর্যন্ত সড়ক ও জনপথে মানুষের চলাচল খুবই কম দেখা যাচ্ছে।
বাঘাবাড়ি আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাসুদ রানা জানান, শনিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানান তিনি।
এদিকে যমুনা তীরবর্তী এলাকা এবং কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী, এনায়েতপুর ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চলের মানুষের মধ্যে শীতজনিত দুর্ভোগ প্রকট আকার ধারণ করেছে। এসব এলাকায় গরম কাপড়ের তীব্র সংকট দেখা দিয়েছে, যা দরিদ্র ও নিম্নআয়ের মানুষের কষ্ট আরও বাড়িয়ে তুলছে।
ঘন কুয়াশার প্রভাব পড়েছে নদীপথেও। দৃষ্টিসীমা কমে যাওয়ায় দিক নির্ণয়ে সমস্যা সৃষ্টি হচ্ছে, ফলে জেলার বিভিন্ন নদীপথে নৌ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক যাত্রীবাহী নৌকা কুয়াশার কারণে মাঝনদী বা চরে আটকে পড়ছে, এতে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
শীতের এই পরিস্থিতিতে দ্রুত ত্রাণ ও গরম কাপড় বিতরণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
১১৬ বার পড়া হয়েছে