রাউজানে হিন্দু পরিবারে আগুন : ধরিয়ে দিলে আর্থিক পুরস্কার
বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ ৭:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের রাউজান উপজেলায় এক হিন্দু পরিবারের বসতঘরে দরজা আটকে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ বুধবার (২৪ ডিসেম্বর) ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনকালে এই ঘোষণা দেন। তবে পুরস্কারের সুনির্দিষ্ট পরিমাণ এখনও জানানো হয়নি।
ঘটনা ঘটে মঙ্গলবার ভোরে রাউজান পৌরসভার সুলতানপুর ৫ নম্বর ওয়ার্ডে। কাতারপ্রবাসী সুখ শীলের বসতঘরে বাইরে থেকে দরজা আটকে দেওয়া হয়। ওই বাড়িতে তার বোন ও বোন জামাই অনিল শীল বসবাস করছিলেন। আগুনে ঘরের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ থেকে ১০ লাখ টাকা ধরা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তির নাম ও মোবাইল নম্বর সংবলিত ব্যানার জব্দ করেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘরবাড়ি পুনর্নির্মাণে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন পুলিশ।
এর আগে, গত শনিবার ভোরে একই পদ্ধতিতে রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢেউয়াপাড়া এলাকায় বিমল তালুকদার ও রুবেল দাশের বসতঘরে অগ্নিসংযোগ করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, দু’টি ঘটনাতেই ঘরের দরজা বাইরে থেকে কাপড় দিয়ে আটকে রাখা ছিল এবং উঠানে কেরোসিন মাখা কাপড় ফেলে রাখা ছিল।
এছাড়া, এর আগের শুক্রবারও রাউজানের কেউটিয়া ৭ নম্বর ওয়ার্ডে সাধন বড়ুয়ার এবং ৯ নম্বর ওয়ার্ডে সোনা পাল ও কামিনী মোহন পালের বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটে। প্রতিটি ঘটনাতেই উঠান থেকে কেরোসিন মিশ্রিত কাপড় ও বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তির নাম লেখা কাগজ উদ্ধার করেছে পুলিশ।
১০৬ বার পড়া হয়েছে