সর্বশেষ

জাতীয়তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে
তারেক রহমানের গণসংবর্ধনাস্থলে নেতা–কর্মীদের ঢল
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
সারাদেশসিরাজগঞ্জে তীব্র শীত ও কুয়াশায় জনজীবন বিপর্যস্ত
আন্তর্জাতিকআঙ্কারার কাছে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধানসহ নিহত ৮
খেলাঅনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা, অধিনায়ক থমাস রিউ
সারাদেশ

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ প্রতিনিধি

বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ ৩:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পদ্মা ও যমুনা নদীতে কুয়াশার তীব্রতা হ্রাস পাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর থেকে দুই নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে বুধবার (২৪ ডিসেম্বর) রাতে যমুনা নদীর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে মাঝনদীতে রো-রো ফেরি হামিদুর রহমান নোঙর করে রাখা হয়। পাশাপাশি আরিচা প্রান্তে শাহ আলী ও চিত্রা এবং কাজিরহাট প্রান্তে ধানিসিঁড়ি ফেরি অবস্থান নেয়। বৃহস্পতিবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়।

অন্যদিকে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও একাধিক দফায় ফেরি চলাচল বন্ধ রাখতে হয়। বুধবার রাত সাড়ে ১১টার দিকে প্রথম দফায় চলাচল বন্ধ হয় এবং বৃহস্পতিবার রাত ১২টা ৪০ মিনিটে তা স্বাভাবিক হয়। তবে একই দিন মধ্যরাত ২টা ৩৫ মিনিটে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফের আবার চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ। এ সময় শাহ মখদুম, গোলাম মাওলা, এনায়েতপুরী ও হাসনাহেনা নামের চারটি ফেরি যাত্রী ও যানবাহনসহ মাঝনদীতে নোঙর করে রাখা হয়।

ভোররাত ৫টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। নোঙর করা ফেরিগুলো তীরে এসে যানবাহন ও যাত্রী নামাতে শুরু করে। এ সময় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে বিপুল সংখ্যক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল।

আরিচা-কাজিরহাট নৌরুটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, প্রায় ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাট এলাকায় যানবাহনের চাপ সৃষ্টি হয়। বর্তমানে সিরিয়াল অনুযায়ী যানবাহন পারাপার করা হচ্ছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুস সালাম বলেন, দেশের গুরুত্বপূর্ণ এই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় ধীরে ধীরে যানজট কমে আসছে এবং যাত্রী ও যানবাহন পারাপারে স্বাভাবিক গতি ফিরছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন