সারাদেশ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করায় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করায় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে চিলমারী ইউনিয়নের ডিগ্রীরচর এলাকা থেকে ৪৫ বছর বয়সী এম বাবু নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, আনুমানিক দুপুর ১২টা ৪৫ মিনিটে সীমান্ত পিলার ৮৪/১-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালানো হয়। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনে চরচিলমারী বিওপির টহল দলের সদস্যরা সন্দেহভাজন হিসেবে এম বাবুকে আটক করেন।
আটককৃত ব্যক্তি ভারতের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার সরকার গাছি আশ্রম এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে। বিজিবি জানিয়েছে, তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
১৬৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন