ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় কাবু সিরাজগঞ্জ, বাড়ছে শীতজনিত দুর্ভোগ
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ৪:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জে ঘন কুয়াশা, হিমেল হাওয়া ও শীতের তীব্রতায় জনজীবন ক্রমেই বিপর্যস্ত হয়ে উঠছে।
বুধবার (২৪ ডিসেম্বর) ভোর থেকে জেলার বিভিন্ন এলাকায় কুয়াশার দাপট দেখা যায়, যার সঙ্গে যোগ হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঠান্ডা বাতাস।
সকাল ৬টায় বাঘাবাড়ী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আসাদুর রহমান জানান, এদিন জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে।
শীতের প্রকোপে প্রয়োজনীয় গরম পোশাক ছাড়া মানুষ ঘর থেকে বের হতে অনীহা প্রকাশ করছে। বিশেষ করে যমুনা নদীতীরবর্তী এলাকা এবং কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী, এনায়েতপুর ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চলের বাসিন্দারা পড়েছেন চরম দুর্ভোগে। এসব এলাকায় গরম কাপড়ের অভাব প্রকট আকার ধারণ করেছে।
স্থানীয়দের অভিযোগ, শীত বাড়লেও এখনও অনেক অসহায় ও দরিদ্র মানুষের কাছে পর্যাপ্ত শীতবস্ত্র পৌঁছেনি। দ্রুত ত্রাণ সহায়তা না এলে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
২৭০ বার পড়া হয়েছে