গ্যাসের স্বল্পচাপে যমুনা সার কারখানার উৎপাদন কার্যক্রম অনিশ্চিত
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ ৩:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
গ্যাসের চাপ পর্যাপ্ত না থাকায় উৎপাদন কার্যক্রম শুরু করতে পারছে না দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের কামালপুরে অবস্থিত যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (জেএফসিএল)। দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর সম্প্রতি গ্যাস সংযোগ পুনর্বহাল হলেও স্বাভাবিক চাপ না থাকায় উৎপাদনে যাওয়া সম্ভব হয়নি।
কারখানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৫ জানুয়ারি ঘোড়াশাল-পলাশ সার কারখানার উৎপাদন সচল রাখার লক্ষ্যে যমুনা সার কারখানার গ্যাস সংযোগ প্রত্যাহার করে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। এতে করে যমুনা সার কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। প্রায় ২৩ মাস পর চলতি বছরের ২৪ নভেম্বর সন্ধ্যায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পুনরায় কারখানাটিতে গ্যাস সরবরাহ শুরু করে।
গ্যাস সংযোগ ফিরে পাওয়ার পর কারখানা কর্তৃপক্ষ প্রয়োজনীয় যান্ত্রিক ত্রুটি সংস্কারসহ উৎপাদন শুরুর সব প্রস্তুতি সম্পন্ন করে। তবে গ্যাসের চাপ প্রয়োজনীয় মাত্রায় না থাকায় ইউরিয়া উৎপাদন শুরু করা সম্ভব হয়নি।
এ বিষয়ে যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, “দীর্ঘ ২৩ মাস পর গ্যাস সংযোগ ফিরে পাওয়ায় আমরা উৎপাদনে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলাম। কিন্তু গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন শুরু করা যাচ্ছে না।”
তিনি আরও জানান, “পর্যাপ্ত গ্যাসচাপ ছাড়া ইউরিয়া উৎপাদন সম্ভব নয়। বিষয়টি বিসিআইসি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।”
কারখানা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে দ্রুত উৎপাদন কার্যক্রম চালু করা সম্ভব হবে।
১০৫ বার পড়া হয়েছে