সারাদেশ
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন ‘শ্রমিকশক্তি’র বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের নেতাকে গুলি, তদন্তে পুলিশ
খুলনা প্রতিনিধি
সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ৮:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন ‘শ্রমিকশক্তি’র বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার বেলা পৌনে ১২টার দিকে নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশের আল আকসা মসজিদ সড়কের মুক্তা হাউজ এলাকা থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) অনিমেষ মন্ডল জানান, মোতালেব নামের ওই ব্যক্তিকে গুলি করা হয়েছে। গুলিটি মাথার চামড়া স্পর্শ করে চলে যাওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। রক্তক্ষরণ হলেও তার অবস্থা আশঙ্কামুক্ত। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কী কারণে এই হামলা এবং এর সঙ্গে কারা জড়িত-তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি। ঘটনাস্থল ও আশপাশের তথ্য সংগ্রহ করে তদন্ত চলছে।
উল্লেখ্য, এর আগে গত ৩০ নভেম্বর খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনে দিনের আলোতে দুর্বৃত্তদের গুলিতে ও কুপিয়ে দুই যুবক নিহত হন।
১২০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন