মুন্সীগঞ্জ-১ এর সাবেক এমপি সুকুমার রঞ্জন ঘোষের মৃত্যু
সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ৬:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনের সাবেক সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ (৭০) আর নেই।
সোমবার (২২ ডিসেম্বর) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ প্রায় ১৮ বছর পারকিনসন রোগে ভুগছিলেন এবং সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হলে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, ধানমন্ডির বাসায় অবস্থানকালে শারীরিক অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সুকুমার রঞ্জন ঘোষ স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার স্ত্রী আভা রাণী ঘোষ জানান, সোমবার সকাল ১০টায় রাজধানীর বরদেশ্বরী কালী মন্দিরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
সুকুমার রঞ্জন ঘোষের মৃত্যুতে মুন্সীগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সুকুমার রঞ্জন ঘোষ ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী এবং সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেনকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।
রাজনীতির পাশাপাশি তিনি চলচ্চিত্র ব্যবসায়ও সক্রিয় ছিলেন। নিজের মালিকানাধীন সিনেমা হল ও ফিল্ম হাউস পরিচালনার পাশাপাশি একটি ওষুধ কোম্পানির মালিক ছিলেন। তিনি দীর্ঘদিন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
১২৩ বার পড়া হয়েছে