ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্থগিত
সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ৩:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর ২০২৫) রাত ১০টা থেকে এই নৌপথে সব ধরনের ফেরি চলাচল স্থগিত করে কর্তৃপক্ষ।
কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দৃষ্টিসীমা কমে গেলে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, এ অবস্থায় যাত্রী ও নৌযানের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পাটুরিয়া ঘাটের বিভিন্ন পয়েন্টে একাধিক ফেরি নোঙর করে রাখা হয়েছে। ঘাট নম্বর–৩ এ শাহ মখদুম ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরি খালি অবস্থায় রয়েছে। একই প্রান্তের ঘাট নম্বর–৪ এ ভাষা শহীদ বরকত খালি থাকলেও শাহ পরান ফেরিটি যানবাহন নিয়ে অপেক্ষমাণ রয়েছে।
দৌলতদিয়া প্রান্তেও একই চিত্র দেখা গেছে। ঘাট নম্বর–৩ এ কুমিল্লা ফেরি খালি এবং এনায়েতপুরী ফেরি লোড অবস্থায় নোঙর করা আছে। এছাড়া ঘাট নম্বর–৪ এ বাইগার, ঘাট নম্বর–৭ এ খান জাহান আলী ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এবং হাসনাহেনা ফেরি-সবগুলোই খালি অবস্থায় নদীতে অবস্থান করছে। বর্তমানে মাঝনদীতে কোনো ফেরি চলাচল করছে না।
বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, কুয়াশা কেটে গেলে এবং দৃষ্টিসীমা স্বাভাবিক হলে পরিস্থিতি পর্যালোচনা করে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে যানবাহনের সারি বাড়ছে। এতে যাত্রী, চালক ও পরিবহন সংশ্লিষ্টদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
১১৭ বার পড়া হয়েছে