কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করলেন বিভাগীয় সমাজসেবা পরিচালক
রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ ২:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক ও সরকারের উপ-সচিব মোহাম্মদ মিনহাজুর রহমান রোববার কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেছেন।
পরিদর্শনে কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসান মাসুদ, সহকারি পরিচালক আব্দুল আউয়াল, কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন। পরিচালক কেন্দ্রের আবাসন কক্ষ, ডাইনিং কক্ষ, প্রশিক্ষণ কক্ষ, রান্নাঘর ও অন্যান্য সেবা কক্ষ পরিদর্শন করে পরিষ্কার-পরিচ্ছন্ন ও গোছানো পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনের অংশ হিসেবে পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমান নিবাসী শিশুদের তৈরি 'আলোর পথযাত্রী' দেয়ালিকার ২২তম সংখ্যা উন্মোচন করেন। এরপর শিশুরা তৈরি বিভিন্ন ধরনের পিঠাপুলি ও হস্তশিল্পের স্টল প্রদর্শন করেন।
পরিদর্শনের পর কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসান মাসুদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার স্বাগত বক্তব্য রাখেন। লাইফস্কিল ট্রেইনার ক্যনু মং মারমার সঞ্চালনায় সভা শুরু হয় এবং নিবাসী শিশু নূর মোস্তফার কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন হয়। শিশু উর্মি সাদিয়া শিশুদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভার শেষে শিক্ষার্থী ও স্টাফদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উশু ডেমো উপভোগ করেন পরিচালক। এছাড়া শিশুরা প্রধান অতিথিকে হস্তশিল্পের তাজমহল প্রতিকৃতি উপহার হিসেবে প্রদান করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিশুদের মধ্যে শীতকালীন প্রসাধনী সামগ্রী বিতরণ করা হয় এবং কর্মকর্তা-কর্মচারিদের পক্ষ থেকে পরিচালককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
১২০ বার পড়া হয়েছে