সাতক্ষীরার কলারোয়া: উফাপুরে মেছোবাঘ আটক, পরে অবমুক্ত
রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ ২:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার উফাপুর গ্রামের একটি বাড়িতে মেছোবাঘ আটকা পড়ে। রোববার ভোররাত প্রায় ২টার দিকে আলমগীর হোসেন সরদারের বাড়ির পাখির খোঁয়াড়ের পাশে ফাঁদে মেছোবাঘটি ধরা পড়ে। পরে বন বিভাগের সহযোগিতায় এটিকে পার্শ্ববর্তী জঙ্গলে অবমুক্ত করা হয়।
বাড়ির মালিক আলমগীর হোসেন জানান, দীর্ঘদিন ধরে গ্রামে রাতের সময় হাঁস-মুরগি নিখোঁজ হচ্ছিল। প্রথমে শিয়ালের কারণে তা হয়ে থাকে বলে ধারণা করলেও, শনিবার রাতের ফাঁদে মেছোবাঘ ধরা পড়ার পর বিষয়টি নিশ্চিত হয়। তিনি জানান, বাঘটি কোনো মানুষকে আঘাত করেনি, তবে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল।
স্থানীয়দের মধ্যে খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আশেপাশের গ্রাম থেকে শত শত মানুষ মেছোবাঘটি দেখতে আসে। স্থানীয় বাজার কমিটির সভাপতি ও বিএনপি নেতা ডা. আব্দুল মজিদ ঘটনাস্থলে গিয়ে উপজেলা প্রশাসন ও বন বিভাগকে বিষয়টি জানান।
কলারোয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে এম আবদুল্লাহ আল মানুন জানান, মেছোবাঘ বিপন্ন প্রজাতি নয়। তাই গ্রামে ধরা পড়া মেছোবাঘটি পাশ্ববর্তী জঙ্গলে ছেড়ে দিলে তার স্বগোত্রীয় প্রাণিদের সঙ্গে মিশে যেতে পারবে।
কলারোয়া বন বিভাগের কর্মকর্তা মারুফ বিল্লাহ ও সহায়তাকারী মোহাম্মদ আলী স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের সহযোগিতায় মেছোবাঘটি উদ্ধার করে নিরাপদে জঙ্গলে অবমুক্ত করেন।
১০৮ বার পড়া হয়েছে