তোশাখানা মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড
শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ ১:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে নতুন তোশাখানা (রাষ্ট্রীয় উপহার) দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
শনিবার ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) বিশেষ আদালত এই রায় ঘোষণা করেন।
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তোশাখানা–২ মামলার শুনানি শেষে বিশেষ বিচারক শাহরুখ আরজুমান্দ এই রায় দেন। পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন এ তথ্য জানিয়েছে।
রায়ে ইমরান খানকে মোট ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে পাকিস্তান পেনাল কোডের ধারা ৩৪ (সাধারণ অভিপ্রায়) ও ৪০৯ (বিশ্বাসভঙ্গ) অনুযায়ী ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং সরকারি কর্মকর্তাদের অপরাধমূলক আচরণ সংক্রান্ত ধারা ৫(২) অনুযায়ী আরও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
একই ধারায় বুশরা বিবিকেও ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি দুজনকেই ১ কোটি ৬৪ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলাটি ইতালির বিলাসবহুল ব্র্যান্ড বুলগারির একটি জুয়েলারি সেট কেনাবেচা সংক্রান্ত। অভিযোগপত্রে বলা হয়েছে, প্রায় ৮ কোটি রুপি বাজারমূল্যের ওই জুয়েলারি সেটটি ইমরান খান মাত্র ২৯ লাখ রুপির বিনিময়ে গ্রহণ করেন।
গত বছরের ডিসেম্বরে ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে তোশাখানা–২ দুর্নীতি মামলা দায়ের করা হয়। চলতি বছরের অক্টোবর মাসে আদালতে তারা দুজনই নিজেদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী রয়েছেন ইমরান খান। তার বিরুদ্ধে বর্তমানে একাধিক দুর্নীতির মামলা বিচারাধীন রয়েছে।
১১৮ বার পড়া হয়েছে