আধুনিক আবাসিক হোটেল নির্মাণ
কুয়াকাটায় ‘সেইভ রিসোর্ট অ্যান্ড ল্যান্ডমার্ক পিএলসি’র যাত্রা শুরু
শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ ১২:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটায় আধুনিক আবাসিক হোটেল নির্মাণের লক্ষ্যে ‘সেইভ রিসোর্ট অ্যান্ড ল্যান্ডমার্ক পিএলসি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে হোটেলটির শেয়ার বিক্রির কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা হয়।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কুয়াকাটা ও মহিপুর এলাকার ইসলামি আন্দোলন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট নেতারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান মো. সেলিম সরকার বলেন, প্রতিষ্ঠানটি সুদমুক্ত ও হালাল ব্যবসার নীতিতে পরিচালিত হবে। শেয়ারহোল্ডাররা হালাল উপায়ে তাদের বিনিয়োগের অংশ লাভ হিসেবে পাবেন। তিনি জানান, ইতোমধ্যে হোটেল নির্মাণকাজের প্রায় ৩০ শতাংশ সম্পন্ন হয়েছে। আগামী তিন বছরের মধ্যে নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। ১২ তলা বিশিষ্ট এই রিসোর্টে আধুনিক সব ধরনের সুযোগ-সুবিধা সংযুক্ত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন বলেন, কুয়াকাটায় এর আগে যেসব হোটেল শেয়ারভিত্তিক ব্যবসা হয়েছে, তার অনেকগুলোই সুদমুক্ত ছিল না। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশের খ্যাতনামা আলেম-ওলামাদের সমন্বয়ে শরিয়াহসম্মত শেয়ার ব্যবসার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রতারণার কোনো সুযোগ নেই বলে তিনি দাবি করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক আব্দুর রাজ্জাক, পরিচালক এম এম নিশাদ, কুয়াকাটা পৌর জামায়াতে ইসলামীর আমির মো. শহিদুল ইসলাম, মহিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান, আরবি প্রভাষক মো. নজরুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন কোম্পানির পরিচালক (সেলস) মো. আব্দুল আউয়াল। সার্বিক সহযোগিতায় ছিলেন মহিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সুরা সদস্য আব্দুল্লাহ আল নোমান ও মো. সুলতান আহমেদ।
২৩০ বার পড়া হয়েছে