হাদি হত্যার বিচারের দাবিতে মেহেরপুরে জুলাই ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল
শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ ১০:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদী হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে জুলাই ঐক্য পরিষদ।
শুক্রবার বাদ জুমা মেহেরপুর শহরের কোর্ট মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি ইকবাল হোসাইন, রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন, এনসিপি মেহেরপুর জেলা মুখ্য সমন্বয়ক শাকিল আহমেদ, খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক আব্দুল গাফফারসহ জুলাই ঐক্য পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ভারতীয় আগ্রাসনবিরোধী স্লোগান এবং ওসমান হাদী হত্যার বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি জুলাই স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মেহেরপুর জেলা জামায়াতের আমির তাজ উদ্দিন খানসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে জুলাইয়ের চেতনাকে ভূলুণ্ঠিত করার চেষ্টা চলছে। তারা দ্রুত ওসমান হাদী হত্যাকারীদের গ্রেপ্তার এবং ঘটনার পেছনে জড়িত পরিকল্পনাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
বক্তারা আরও বলেন, আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার লক্ষ্যেই এ ধরনের সহিংসতা ঘটানো হচ্ছে। একই সঙ্গে পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি পক্ষ মিডিয়ায় হামলার ঘটনাকে ব্যবহার করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা।
কর্মসূচিতে জুলাই ঐক্য পরিষদের বিপুলসংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন।
১০২ বার পড়া হয়েছে