হাদি হত্যার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ ১০:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় জেলার সর্বস্তরের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। শহরের পুরাতন বাস টার্মিনাল জামে মসজিদ চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রূপগঞ্জের হাতির বাগান এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় হাতিরাগান মোড়ে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করা হয়।
মিছিলের আগে আয়োজিত সমাবেশে বক্তারা ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান। সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়কারী মো. শরিফুল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইমাম হোসেন সেলিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুর রহমান মেহেদী, ছাত্র নেতা সাফায়াত উল্লাহ, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আনিছুজ্জামান সোহাগ, শিবিরের জেলা সাধারণ সম্পাদক তাজ মোহাম্মদ, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ ও সাহিত্য সম্পাদক রোমান শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচিতে ছাত্র, যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
১০২ বার পড়া হয়েছে