সারাদেশ
ভেড়ামারা গ্রিড উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলাজুড়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ভেড়ামারা গ্রিড উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণে দৌলতপুরে শুক্রবার বিদ্যুৎ বন্ধ
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ ৫:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভেড়ামারা গ্রিড উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলাজুড়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দৌলতপুর উপজেলার সব গ্রামে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে। তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহও আগেই স্বাভাবিক করা হবে।
হঠাৎ এই বিদ্যুৎ বন্ধের কারণে গ্রাহকদের যে সাময়িক ভোগান্তি হতে পারে, সে জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে দৌলতপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মনোয়ারুল ইসলাম জানান, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবেই এ সাময়িক বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে।
২৪০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন