নড়াইলের দুই আসনে জামায়াতের মনোনয়নপত্র সংগ্রহ
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ৪:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল জেলার দুটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামী তাদের প্রার্থীদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংসদীয় আসন-৯৩ নড়াইল-১ এ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার এবং সংসদীয় আসন-৯৪ নড়াইল-২ এ জেলা আমির মো. আতাউর রহমান বাচ্চুর নামে মনোনয়নপত্র উত্তোলন করা হয়। এ সময় জামায়াতে ইসলামের একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র গ্রহণ করে।
জেলা জামায়াতে ইসলামী নড়াইল শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান জানান, বুধবার সকাল থেকেই জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র সংগ্রহের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হয়। বিকেল চারটার দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা ম্যাজিস্ট্রেট ড. আব্দুল ছালাম দুটি আসনের মনোনয়ন ফরম জামায়াত নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন। তবে মনোনয়নপত্র উত্তোলনের সময় প্রার্থীরা উপস্থিত ছিলেন না। শিগগিরই ফরম পূরণ করে জমা দেওয়া হবে বলে তিনি জানান।
মনোনয়নপত্র উত্তোলনের সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আইয়ুব হোসেন খান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জমিরুল হক টুটুল, সদর উপজেলা আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, লোহাগড়া উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামান, কালিয়া উপজেলা আমির মাওলানা তরিকুল ইসলাম, সদর পৌরসভা আমির মো. জাকির হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২২ জানুয়ারি থেকে প্রচারণা শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ ও গণনা অনুষ্ঠিত হবে।
১১৯ বার পড়া হয়েছে