সর্বশেষ

জাতীয়ফেসবুকে ছড়ানো তথ্যের কোনো ভিত্তি নেই, হাদির অবস্থা সংকটজনক : চিকিৎসক
অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হচ্ছে ২০ ফেব্রুয়ারি
নির্বাচন নিয়ে প্রতিবেশীদের নসিহত গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্র উপদেষ্টা
ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা ইস্যুতে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তলব
রাজধানীর ইসলামপুরে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
বিদেশগমন প্রক্রিয়ায় দুর্নীতি ও হয়রানি কমেছে: আসিফ নজরুল
ছেঁড়া ও পোড়া নোট বদলে মূল্য ফেরতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৪৫ হাজার
হাদি হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামির বাবা–মা গ্রেফতার
টিসিবিতে ৩৬ জেলায় নতুন পরিবেশক নিয়োগ, আবেদন শুরু
ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবি, ৫৯ বাংলাদেশিসহ ৬১ জন উদ্ধার
সারাদেশগাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার
ঈশ্বরদীতে জমি সংক্রান্ত বিরোধে বিএনপি নেতা নিহত
মাগুরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল গ্রেপ্তার
হাদির ওপর হামলায় ‘ব্যবহৃত’ পিস্তলসহ গুলি নরসিংদী থেকে উদ্ধার
আন্তর্জাতিকফিলিস্তিনিসহ ও ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা
খেলানিজের সর্বোচ্চ মূল্যে দল পেয়ে আইপিএল নিলামে ইতিহাস গড়লেন মুস্তাফিজ
জাতীয়

ফেসবুকে ছড়ানো তথ্যের কোনো ভিত্তি নেই, হাদির অবস্থা সংকটজনক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটজনক এবং স্থিতিশীল রয়েছে।

সর্বশেষ সিটি স্ক্যান প্রতিবেদনে তার মস্তিষ্কে রক্তপ্রবাহজনিত ইসকেমিক পরিবর্তন আগের তুলনায় কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ হালনাগাদ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডা. আব্দুল আহাদ, যিনি তার চিকিৎসার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন।

ডা. আব্দুল আহাদ জানান, সিঙ্গাপুরে নেওয়ার পর করা নতুন সিটি স্ক্যানে মস্তিষ্কে ইসকেমিয়া এখনও বিদ্যমান রয়েছে এবং এর মাত্রা কিছুটা বেড়েছে। পাশাপাশি তার নিউরোলজিক্যাল রিফ্লেক্সেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি।

তিনি বলেন, 'বর্তমানে রোগীর অবস্থাকে ‘ক্রিটিক্যাল অ্যান্ড স্ট্যাটিক’ বলা যায়। অর্থাৎ অবস্থার অবনতি হয়নি, তবে উন্নতিও দেখা যাচ্ছে না। আপাতত কোনো ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট নেই, ফলে কনজারভেটিভ ম্যানেজমেন্টেই চিকিৎসা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, ওসমান হাদির হৃদযন্ত্র সাপোর্টের মাধ্যমে সচল রাখা হচ্ছে, ফুসফুস ভেন্টিলেশন সাপোর্টে রয়েছে এবং কিডনির ইউরিন আউটপুটও চিকিৎসা সহায়তায় নিয়ন্ত্রিত অবস্থায় রাখা হচ্ছে।

মস্তিষ্কে রয়ে যাওয়া গুলির অংশ অপসারণে নতুন করে অস্ত্রোপচারের সম্ভাবনা সম্পর্কে চিকিৎসকরা জানান, গুলির অংশটি মস্তিষ্কের গভীর ও অত্যন্ত সংবেদনশীল এলাকায় অবস্থান করছে। এ পর্যায়ে অস্ত্রোপচার করলেও ব্রেন ফাংশনে দৃশ্যমান উন্নতির নিশ্চয়তা নেই। বরং অস্ত্রোপচার কিংবা দীর্ঘ ভ্রমণ বর্তমান শারীরিক অবস্থায় অতিরিক্ত ঝুঁকি তৈরি করতে পারে।

ডা. আহাদ আরও বলেন, সিঙ্গাপুরের বাইরে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়ার বিষয়টি এই মুহূর্তে বাস্তবসম্মত নয়। দীর্ঘ ভ্রমণের ধকল সহ্য করার মতো শারীরিক সক্ষমতা আছে কি না, তা নিয়েও চিকিৎসকদের মধ্যে গুরুতর উদ্বেগ রয়েছে।

চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত সিঙ্গাপুর জেনারেল হসপিটালেই নিবিড় পর্যবেক্ষণের মধ্যে কনজারভেটিভ চিকিৎসা চালানো হবে। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা চললেও প্রতিদিন নতুন করে জানানোর মতো উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে না।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওসমান হাদির শারীরিক উন্নতি নিয়ে যেসব দাবি ছড়াচ্ছে, সেগুলোর কোনো ভিত্তি নেই বলে স্পষ্ট করেছেন চিকিৎসকরা। ডা. আব্দুল আহাদ বলেন, এসব তথ্য বিভ্রান্তিকর এবং বাস্তবতার সঙ্গে মিল নেই।

চিকিৎসকদের পক্ষ থেকে দেশবাসীর প্রতি গুজবে কান না দিয়ে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে এবং হাদির সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বুধবার দুপুরে প্রকাশিত এক ফেসবুক পোস্টে জানানো হয়, হাদির শারীরিক অবস্থা পুরোপুরি স্থিতিশীল হওয়ার পরই ভবিষ্যতে অস্ত্রোপচার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে।

হাদির পরিবারও দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য বিশেষ দোয়া কামনা করেছে। পরিবারের সদস্যরা বলেন, 'আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়েবাহ নসিব করেন।'

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন