দেশে ফেরার দিনে বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ তারেক রহমানের
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ৬:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। তবে ওই দিন সমর্থক ও নেতাকর্মীদের বিমানবন্দরে না যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
তাঁর মতে, বিমানবন্দরে অতিরিক্ত ভিড় বা বিশৃঙ্খলা তৈরি হলে দেশের পাশাপাশি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুক্তরাজ্যের লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর প্রবাসে অবস্থানকালে প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক ও অসংখ্য স্মৃতি তৈরি হয়েছে। নানা সময় নানা আয়োজনে তাঁদের সঙ্গে দেখা হয়েছে, সুখ-দুঃখ ভাগাভাগি হয়েছে।
তারেক রহমান আরও বলেন, যারা তাঁর অনুরোধ মেনে সেদিন বিমানবন্দরে যাবেন না, তিনি মনে করবেন তারা দল ও দেশের সম্মানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। অন্যদিকে, অনুরোধ অমান্য করে যারা বিমানবন্দরে যাবেন, তাদের বিষয়ে তিনি ধারণা করবেন যে তারা ব্যক্তিগত স্বার্থ থেকেই সেখানে উপস্থিত হয়েছেন।
তিনি আশা প্রকাশ করেন, নেতাকর্মীরা বিষয়টি অনুধাবন করে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং দেশের ভাবমূর্তি রক্ষায় সহযোগিতা করবেন।
১০৪ বার পড়া হয়েছে