কুষ্টিয়ার দৌলতপুরে নানা কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ৬:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
ভোর ৬টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর উপজেলা শহীদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
সকাল ৮টার দিকে গোয়ালগ্রাম বধ্যভূমি ও ব্যাংগাড়ির মাঠে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়। পরে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য দুপুরে উন্নতমানের খাবার পরিবেশনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ বলেন, “মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা ও আত্মত্যাগের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করার দিন। দৌলতপুরে দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন করা হয়েছে।”
উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে এর আগের দিন সোমবার উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।
২১৪ বার পড়া হয়েছে