হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ৭:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন কবিরকে গ্রেপ্তার করেছে র্যাব।
কবির মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী বলে জানিয়েছে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, রোববার রাতের অভিযানে নারায়ণগঞ্জ থেকে কবিরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পরদিন গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে এ হামলার ঘটনা ঘটে। চলন্ত একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি মাথায় গুরুতরভাবে আহত হন।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার লক্ষ্যে প্রচারণা চালাচ্ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
১২২ বার পড়া হয়েছে