সারাদেশ
বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কুড়িগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজয় মেলা।
কুড়িগ্রামে তিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ৩:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কুড়িগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজয় মেলা।
আজ সোমবার বিকেলে কুড়িগ্রাম জেলা আউটডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এ সময় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, বিজয় মেলার মাধ্যমে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের তাৎপর্য সম্পর্কে জানতে পারবে। পাশাপাশি এ আয়োজন জেলার স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের পরিচিতি ও বাজার সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে।
১২৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন