জাতীয়
মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা জেলা পুলিশ।
মহান বিজয় দিবস উপলক্ষে পুলিশের ট্রাফিক নির্দেশনা
স্টাফ রিপোর্টার
সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ৩:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা জেলা পুলিশ।
দিবসটি উদ্যাপন নির্বিঘ্ন করতে আগামী ১৬ ডিসেম্বর ভোর থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি মহাসড়কে সাময়িক যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
ঢাকা জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ ডিসেম্বর রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঢাকা–আশুলিয়া ও ঢাকা–আরিচা মহাসড়কের গাবতলী ও বাইপাইল পয়েন্টে যানবাহন চলাচলে ডাইভারশন কার্যকর থাকবে। এ সময় সংশ্লিষ্ট সড়ক ব্যবহারকারী যানবাহনগুলোকে বিকল্প পথ ব্যবহার করার অনুরোধ জানিয়েছে পুলিশ।
এদিকে, বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদনের জন্য ১৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
১১৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন