কুড়িগ্রামে নাশকতার মামলায় তথ্য অফিসের মাইক অপারেটর গ্রেফতার
সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ৯:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের এপিএই অপারেটর (মাইক চালক) শান্ত রায়কে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে রাজারহাট উপজেলার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, শান্ত রায় রাজারহাট উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। তার বিরুদ্ধে দায়ের করা একটি নাশকতার মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো মন্তব্য করা হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, শান্ত রায় দীর্ঘদিন ধরে জেলা তথ্য অফিসে কর্মরত ছিলেন।
গ্রেফতারের ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ দাবি করছে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থেই এই গ্রেফতার করা হয়েছে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার মামলায় শান্ত রায়কে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে।
১১৪ বার পড়া হয়েছে