দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগ, ভ্যানচালক গ্রেপ্তার
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে একটি মাদ্রাসার ১৩ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে অভিযুক্ত সাকিব হোসেনকে (৩৫) আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ওই ছাত্রী দৌলতপুর উপজেলার একটি এলাকা থেকে ভ্যানযোগে মাদ্রাসায় ফেরার পথে ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে। অভিযুক্ত সাকিব হোসেন ভুক্তভোগীকে বহনকারী ভ্যানের চালক ছিলেন। তিনি রিফাইতপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের বাসিন্দা এবং জাফের আলীর ছেলে।
ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে তিনি জানান।
১২৮ বার পড়া হয়েছে