শহীদ বুদ্ধিজীবী দিবসে তালাবদ্ধ ছিল পাবনার ‘দূর্জয়’ স্মৃতিসৌধ
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে এসে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন পাবনার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘দূর্জয়’ তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে পদযাত্রা নিয়ে স্মৃতিসৌধে পৌঁছান পাবনা প্রেসক্লাবের সাংবাদিকেরা। এ সময় দেখা যায়, স্মৃতিসৌধের ভেতর ও বাইরে মোট চারটি তালা ঝুলছে। ফলে গেটের বাইরে দাঁড়িয়েই পুষ্পস্তবক অর্পনের প্রস্তুতি নিতে হয়।
খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী ওয়াজেদ মিয়া ও আরদালী সুজন মিয়া ঘটনাস্থলে এসে তালার চাবি নিয়ে হাজির হন। পরে তালা খুলে দিলে স্মৃতিসৌধের ভেতরে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিকসহ অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা।
জেলা প্রশাসকের কার্যালয়ের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে তিনি অবগত ছিলেন না। এছাড়া স্মৃতিসৌধ খোলার বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো নির্দেশনাও দেওয়া হয়নি বলে জানান তিনি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পাবনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সংগঠনের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বলেন, “মহান মুক্তিযুদ্ধে জাতিকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। সেই ত্যাগের স্মরণে দিনটি পালন করা হয়। অথচ স্মৃতিসৌধ তালাবদ্ধ থাকা জেলা প্রশাসনের চরম দায়িত্বহীনতার পরিচয়।”
পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার বলেন, “জেলা প্রশাসন কি আদৌ জানে আজ শহীদ বুদ্ধিজীবী দিবস, নাকি জেনেও পালন করছে না-এ প্রশ্ন থেকেই যায়। এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক।”
অন্নদা গোবিন্দা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আব্দুল মতীন খান জানান, সকাল আটটার দিকে শ্রদ্ধা জানাতে এসে স্মৃতিসৌধের ভেতরের দরজা বন্ধ দেখতে পান তারা। “এমন ঘটনায় ভালো লাগেনি,” বলেন তিনি।
রোববার শহীদ বুদ্ধিজীবী দিবসে সীমিত পরিসরে পাবনা প্রেসক্লাব, অন্নদা গোবিন্দা পাবলিক লাইব্রেরি, সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যজোট ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
এ বিষয়ে পাবনার জেলা প্রশাসক শাহেদ মোস্তফার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
১২৮ বার পড়া হয়েছে