হাদি হামলা: সন্দেহভাজন ফয়সাল মাসুদের সব হিসাব জব্দ
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ ৬:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ফয়সাল করিম মাসুদ ও তার মালিকানাধীন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সব ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
আজ (রোববার) সকালে সিআইসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ফয়সাল করিম মাসুদের প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’-এর আর্থিক লেনদেনের বিষয়ে তদন্তের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি সফটওয়্যার ও আইটি সেবাখাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বেসিসের সদস্য।
এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, চলন্ত একটি মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী চলন্ত অটোরিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার মাথায় লাগে।
আহত অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড জানিয়েছে, তার শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক।
এ ঘটনায় শনিবার ঢাকা মহানগর পুলিশ একজন সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ করে। পাশাপাশি হামলাকারীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
এদিকে, যে মোটরসাইকেল থেকে গুলিবর্ষণ করা হয়েছিল, সেই মোটরসাইকেলের মালিক সন্দেহে একজনকে আটক করেছে র্যাব। রোববার সকালে আব্দুল হান্নান নামের ওই ব্যক্তিকে পল্টন থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ।
১২১ বার পড়া হয়েছে