রোয়াংছড়িতে এনসিপির জনসমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ ৫:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা প্রতীকের প্রার্থী এবং বান্দরবান জেলা এনসিপির আহ্বায়ক মংসা প্রু (চৌধুরী)-এর নেতৃত্বে জনসমাবেশ ও মাঠ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) রোয়াংছড়ি উপজেলা কলেজ মাঠে আয়োজিত কর্মসূচির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। পরে তা জনসমাবেশে রূপ নেয়। এতে এনসিপির নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
কর্মসূচি শেষে কচ্ছপতুলি ইউনিয়নে আলাদা একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মংসা প্রু (চৌধুরী) আগামী নির্বাচনে এনসিপির রাজনৈতিক লক্ষ্য, পরিকল্পনা ও কর্মসূচি তুলে ধরেন এবং জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি বলেন, পাহাড়ি অঞ্চলের মানুষের শান্তি, উন্নয়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করাই এনসিপির প্রধান লক্ষ্য। জনগণের সমর্থন পেলে এলাকার সার্বিক উন্নয়নে দলটি কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত পথসভা ও মতবিনিময় সভায় এনসিপির স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
১১৬ বার পড়া হয়েছে