জাতীয়
সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৮ জন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন।
সুদানের আবেইতে ইউএন ঘাঁটিতে হামলা, বাংলাদেশি ৬ শান্তিরক্ষী নিহত
স্টাফ রিপোর্টার
শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ ৫:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৮ জন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, আবেইতে অবস্থিত জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসীরা আকস্মিক হামলা চালায়। হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বর্তমানে সেখানে যুদ্ধ পরিস্থিতি চলমান রয়েছে।
আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে আইএসপিআর জানিয়েছে।
১২০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন