গাংনীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১
শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ ৫:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
মেহেরপুরের গাংনী উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও গুলিসহ মোশারফ হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে সেনা ক্যাম্প ও র্যাবের সদস্যরা উপজেলার সাহারবাটি ইউনিয়নের জোড়পুকুর গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করেন।
গ্রেপ্তারকৃত মোশারফ হোসেন জোড়পুকুর গ্রামের বাসিন্দা এবং মো. শহিদুল ইসলামের ছেলে। অভিযানে তার বাড়ি তল্লাশি করে ভারতীয় তৈরি একটি ওয়ান-শুটার পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মোশারফ হোসেনের বিরুদ্ধে মাদক, অবৈধ অস্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
১১২ বার পড়া হয়েছে