ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর
শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ ২:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ভারতের অভ্যন্তরে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত এক বাংলাদেশির মরদেহ দীর্ঘ আট দিন পর দেশে ফিরেছে। নিহতের নাম শান্ত ইসলাম (২৫)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের শিপন ইসলামের ছেলে।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়ন ও ভারতের বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে কুষ্টিয়া বিজিবি-৪৭ ব্যাটালিয়ন।
বিজিবি জানায়, গত ৫ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন আশ্রায়ন বিওপি এলাকার সীমান্ত দিয়ে একদল মাদক চোরাকারবারি অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তারা ভারতের বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের নিউ উদয়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায়, সীমান্ত পিলার ১৫৪/৩-এস থেকে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছিল। এ সময় বিএসএফ সদস্যরা তাদের বাধা দিলে চোরাকারবারিরা আক্রমণ চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আত্মরক্ষার্থে বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে শান্ত ইসলাম গুলিবিদ্ধ হন। পরে তাকে আহত অবস্থায় আটক করে ভারতের করিমপুর রুরাল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় শান্ত ইসলামের মৃত্যুর পর বিজিবি ও বিএসএফের মধ্যে একাধিক দফা আলোচনা ও পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। গত ৮ ডিসেম্বর সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠকের পর শনিবার সন্ধ্যায় জামালপুর বিওপি এলাকার সীমান্ত পিলার ১৫২/৭-এস–এ কোম্পানি কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সবশেষে শনিবার রাত ৭টার দিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে ভারতীয় পুলিশ দৌলতপুর থানা পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ রাত ৭টার দিকে ভারতের পুলিশ হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৭২ বার পড়া হয়েছে