হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ ৮:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে অধ্যাপক ইউনূস আহত শরিফ ওসমান বিন হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন। প্রয়োজনে দেশের বাইরে উন্নত চিকিৎসার ব্যবস্থাও সরকার করবে বলে তিনি জানান। একই সঙ্গে এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা।
অধ্যাপক ইউনূস বলেন, 'সারা দেশ তাঁর সুস্থতার জন্য দোয়া করছে। তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় যেখানে চিকিৎসা প্রয়োজন, সরকার সেখানেই চিকিৎসার ব্যবস্থা করবে।' তিনি আরও বলেন, 'এই নৃশংস হামলার পেছনে থাকা পুরো চক্রকে শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনা হবে।'
সাক্ষাতে শরিফ ওসমান বিন হাদির ভাই আবু বকর সিদ্দীক ও বোন মাসুমা ছাড়াও ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা এবং মো. বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।
১১৯ বার পড়া হয়েছে