দৌলতপুরে প্রার্থীরা নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণে ব্যস্ত
শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ ৫:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া-১ আসনের দৌলতপুরে আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রার্থীরা তাদের নির্বাচনি এলাকার পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণে তৎপর হয়েছেন।
নির্বাচনী আচরণবিধি অনুসারে নির্বাচন কমিশন (ইসি) দেশের বিভিন্ন এলাকায় আগাম নির্বাচনী প্রচার সামগ্রী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে।
দৌলতপুরে সরেজমিনে দেখা গেছে, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত প্রার্থীদের কর্মীরা দেয়াল পোস্টার, ব্যানার ও ফেস্টুন খুলে নিচ্ছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস জানান, শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে সমস্ত প্রচার সামগ্রী সরানো বাধ্যতামূলক। সময়মতো না সরালে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
প্রার্থীদের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় ভোটাররা। দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা বলেন, 'নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে আমরা সব আগাম প্রচার সামগ্রী অপসারণ করছি। আইন মেনে চলা আমাদের দায়িত্ব।'
অন্যদিকে, জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মাওলানা বেলাল উদ্দিন বলেন, 'নির্বাচনী আচরণবিধি রক্ষা করে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আমরা প্রচেষ্টা চালাচ্ছি।'
নির্বাচন কমিশনের কঠোর অবস্থান এবং প্রার্থীদের সহযোগিতামূলক মনোভাব দৌলতপুরে সুষ্ঠু ও ইতিবাচক নির্বাচনী পরিবেশ তৈরি করতে সহায়ক হবে বলে মনে করছেন সচেতন মহল।
১৮০ বার পড়া হয়েছে