কেরানীগঞ্জে জমেলা টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ ২:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ‘জমেলা টাওয়ার’ নামের ভবনটির নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আটটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। তবে তখন পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
পরে সকাল ৭টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের জ্যেষ্ঠ স্টাফ অফিসার শাহজাহান শিকদার জানান, আগুন নিয়ন্ত্রণে মোট ১২টি ইউনিট কাজ করছে।
এদিকে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ভবনটি নয়তলা বিশিষ্ট এবং সেখানে কাপড় ও বৈদ্যুতিক তারের গোডাউন ছিল। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ তদন্ত শেষে জানা যাবে বলে জানান তিনি।
১২২ বার পড়া হয়েছে