সারাদেশ
সিলেটে মধ্যরাতে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। উভয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জেলার বিয়ানিবাজার এলাকায়। তবে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবারও ভূমিকম্প, ৫ মিনিটের ব্যবধানে দু'বার কেঁপেছে সিলেট
সিলেট প্রতিনিধি
বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ ৪:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেটে মধ্যরাতে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। উভয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জেলার বিয়ানিবাজার এলাকায়। তবে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বুধবার (১০ ডিসেম্বর) রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম কম্পনটি অনুভূত হয়। মাত্র পাঁচ মিনিট পর, রাত ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে আবারও ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৫ এবং গভীরতা ২০ কিলোমিটার। দ্বিতীয়টির মাত্রা ছিল ৩.৩ এবং গভীরতা ৩০ কিলোমিটার।
এ ছাড়া একই রাতে আরও দুটি অঞ্চলে ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল উত্তর মান্দালয় থেকে ছয় কিলোমিটার দূরে।
অন্যদিকে রাত ৩টা ৩৮ মিনিট ৩৬ সেকেন্ডে বঙ্গোপসাগরের আন্দামান-নিকোবর এলাকায় ৪.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার।
১৩২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন