আসিফ মাহমুদের পদত্যাগের বিষয়ে জানাবে প্রধান উপদেষ্টার প্রেস উইং
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ১০:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আগামী নির্বাচনের আগে পদত্যাগ করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আসিফ মাহমুদ। তিনি জানান, নির্বাচনে অংশগ্রহণ করবেন, তবে কোন দল থেকে তা পরবর্তীতে ঘোষণা করা হবে।
আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় উপদেষ্টার দায়িত্বে নিযুক্ত হন। প্রথমদিকে তিনি শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেখতেন। পরে শ্রম মন্ত্রণালয় ছাড়াই তিনি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় এবং অন্যান্য দায়িত্ব পান।
বর্তমানে উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা ছাড়া ২২ জন উপদেষ্টা রয়েছেন। আসিফ মাহমুদ পদত্যাগ করলে এই সংখ্যা কমে ২১ জন হবে। প্রধান উপদেষ্টা বর্তমানে পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে রয়েছেন। উপদেষ্টাদের মধ্যে ১০ জন ছাড়া বাকি সবাই একাধিক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে রয়েছেন।
১১৩ বার পড়া হয়েছে