সারাদেশ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার এক চালকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
লোহাগাড়ায় অটোরিকশা চালককে গুলি করে হত্যা
চট্টগ্রাম প্রতিনিধি
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ৮:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার এক চালকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ভোরে বড় হাতিয়া ইউনিয়নের বুড়ি পুকুরপাড় এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি নুরুল ইসলাম (৫৫)। তিনি বড় হাতিয়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি শফিকুর রহমানের বাবা বলে জানা গেছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, ভোরে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, 'ঘটনাস্থলে কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।'
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে অটোরিকশা চালিয়ে বুড়ি পুকুরপাড় এলাকা পার হওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা নুরুল ইসলামকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
ঘটনাটি তদন্তে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।
১০৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন